November 23, 2024, 5:17 pm

News Headline :
রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে কোথাও স্থাপনা করতে না পেরে শেষমেস ভাঙারির দোকানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ: নাছিম রাজশাহীতে আলু ও তেলের দাম বাড়তি রাজশাহীতে ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বললো মহানগর ছাত্রদল প্রধান উপদেষ্টার সাথে খালেদা জিয়ার মতবিনিময় দেশের সকল ক্ষমতার মালিক হবেন জনগণ: ড. মুহাম্মদ ইউনূস রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন দালালের ফাইলে আগে সই করেন রাজশাহী পাসপোর্ট অফিসের ডিডি
রাজশাহীতে আসামির কাছে টাকা চাওয়ার অডিও ফাঁস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

রাজশাহীতে আসামির কাছে টাকা চাওয়ার অডিও ফাঁস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: টাকার বিনিময়ে মামলার অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হবে, আসামির সঙ্গে এমন আলাপের কয়েকটি অডিও ক্লিপ নিয়ে রাজশাহী মহানগর ছাত্রদলে তোলপাড় চলছে। খোদ নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ অডিও রেকর্ডগুলো ছেড়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। পরে অবশ্য আইডি থেকে এগুলো ডিলিট করে দেন তিনি।

তবে যোগাযোগ করা হলে সৌরভ জানিয়েছেন, আসামির সঙ্গে কথোপকথন ছাত্রদলেরই এক নেতার। এ ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন। সৌরভ অভিযোগ তুলেছেন, নগরের বোয়ালিয়া (পূর্ব) থানা ছাত্রদলের সদস্য সাইমন রেজা টাকা নিয়ে মামলার অভিযোগপত্র থেকে আসামির নাম কাটাতে চেয়েছেন। আর সাইমন রেজার দাবি, অডিওগুলো ভুয়া, এডিট করা। এগুলো ছড়ানোর কারণে নগর ছাত্রদলের সম্পাদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তিনি।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা সাইমন রেজা বাদী হয়ে গত ২৭ অক্টোবর নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ১০৫ জনের নাম উল্লেখ করে বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। এ মামলায় নগরের ১১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মো. রাসেলকেও আসামি করা হয়। মামলায় পায়েল নামের আরেক আসামি আছেন, যিনি আওয়ামী লীগ কর্মী ও পুলিশের সোর্স হিসেবে পরিচিত। দাবি করা হচ্ছে, এই পায়েলের কাছেই টাকা চেয়েছেন সাইমন।

ছাত্রদল নেতা সৌরভ সাতটি ভিডিও প্রকাশ করেন ফেসবুকে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মোবাইল ফোন থেকে সাইমন রেজার মোবাইল নম্বরে কল করা হচ্ছে। সৌরভের দাবি, সাইমনের সঙ্গেই মোবাইলে ও হোয়াটসঅ্যাপে মামলার বিষয়ে কথা বলেছেন পায়েল। তবে আত্মগোপনে থাকায় পায়েলের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

ওই কথোপকথনে শোনা যায়, এক ব্যক্তি বলছেন- ‘কাল তো মঙ্গলবার। কাল আমি লোন লেখাব। ইনশাল্লাহ আগামী মঙ্গলবার দিয়ে দিব।’ অপরজন বলছেন, ‘সবার কথা হলো, ৫০-এর নিচে আসবে না। আমি কথা বললাম। ওদের সবারই একটা মতামত, আমরা কিছু নামলাম, ওকেও কিছু উঠতে বলো। আর পাঁচটা হাজার টাকা দিয়ে ২৫ করতে বলো। যদি হয় তো বলো, যা করার করে দিচ্ছি। ওর কোন সমস্যা হবে না।’

আরেকটি অডিওতে একজন বলছেন, ‘আমি ১০ হাজার টাকার মতো রেডি করে ফেলেছি। আর ১৫ হাজার টাকা, আর তো আর দুইদিন টাইম নেওয়া আছে। আমি যেদিন টাকা দিব, সেদিনই কোর্ট থেকে নামটা তুলে দিবেন না ভাইয়া?’ অপরজন তখন বলেন, ‘আপনার কোন সমস্যা হবে না। আপনি দোকানে বসবেন। আপনার কোন সমস্যা হলে আমি আছি।’

আরেক অডিওতে একজন বলছেন, ‘আপনাকে একটা নাম্বার দিচ্ছি, ওখানে আপনি ১০ মেরে দিয়েন। আপনি দোকান করবেন। যদি কোন সমস্যা হয়, আমার নাম্বার তো থাকলই। সমস্যা হলে আমাকে কল দিবেন। আপনার নাম অটোমেটিক কাটা হয়ে যাবে। আপনি দেখবেন। কাটা হয়ে গেলে আপনাকে ছবি তুলে দিয়ে দিব।’ অপরপ্রান্তের ব্যক্তি বলছেন, ‘তাহলে আমি পোরশুদিন ফুল পেমেন্ট দিয়ে দিব।’ তখন অপরজন বলছেন, ‘আজ ১০ হলে ভাল হয়, আমার একটু লাগত।’

আরেকটি অডিওতে জেলে না যাওয়ার আশ্বাস দিয়ে বলা হচ্ছে, ‘আপনার যদি দুদিনের লাইগাও ভিতরে থাকতে হয়, আপনার স্যান্ডেল খুইলে আমার গালে মাইরেন, যান।’

অপর অডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘তুমি একা না। আরও দুই-তিনজনকে বের করা লাগবে। তোমাকে যেটুকু হেল্প করছি, সেটা আমি ব্যক্তিগতভাবেই রিস্কের মধ্যেই করছি।’

যোগাযোগ করা হলে সাইমন রেজা স্বীকার করেছেন আসামি পায়েলের সঙ্গে তার কথা হয়েছে। তবে টাকা চাওয়ার অভিযোগ সত্য নয়। আলাপের সময় পায়েল তাকে বলেছেন, নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক সৌরভ তার ঘনিষ্ঠ। তার কোন সমস্যা হবে না বলে সৌরভ তাকে আশ্বাস দিয়েছেন। সাইমন দাবি করেন, আওয়ামী লীগ কর্মী পায়েলকে আসামি করার কারণেই ভুয়া অডিওয়ের ভিডিও বানিয়ে ফেসবুকে ছাড়া হয়েছিল। এগুলো ভুয়া বলেই সৌরভ পরে ডিলিট করেছেন। কিন্তু এতে তার সম্মানহানি হয়েছে। তাই তিনি আইনি পদক্ষেপ নেবেন।

জানতে চাইলে নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ বলেন, ‘পায়েল পুলিশের সোর্স ছিল। তার বিরুদ্ধে মামলা করা যেতেই পারে। কিন্তু আমরা টাকা আদায় করতে পারি না। দলের মধ্যে সাইমন কয়েকজনকে নিয়ে একটা সিন্ডিকেট করে এভাবে টাকা আদায় করছেন। এতদিন প্রমাণ ছিল না বলে চুপ ছিলাম। প্রমাণ পাওয়ায় এগুলো প্রকাশ করেছি। সবই কেন্দ্র জানে। আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব।’

ফেসবুক থেকে পোস্ট ডিলিট করার ব্যাপারে তিনি বলেন, ‘সবাই বলছিল দলের মধ্যে এগুলো শোভনীয় না। দলেরই বদনাম হয়। তাই ডিলিট করেছিলাম। আবার পোস্ট হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.