December 1, 2025, 2:23 pm

News Headline :
রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রিটনের দোয়া প্রার্থনা পরিকল্পিত অপহরণ থেকে ‘চোর’ নাটক: রাজশাহীতে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপুরে চাঁদাবাজি–সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করলেন বিএনপি প্রার্থী নজরুল রাজশাহী কলেজ অ্যালামনাই ভোট: এগিয়ে তুষার-কাকলী-তাসু প্যানেল রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর নির্বাচনী প্রচারণা শুরু কাশিয়াডাংগা পুলিশ বক্সের ইনচার্জ এসআই মিতুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মাদকের গডফাদারকে নিয়ে ”মাদকের বিরুদ্ধে যুদ্ধ” ঘোষনা করলেন রাজশাহী-১ আসনের বিএনপি প্রার্থী রাজশাহীতে ধর্ষণ মামলায় অধ্যক্ষ কারাগারে রাজশাহীতে বিএনপির দুইপক্ষের সংঘর্ষ, আহত ১৫
গোদাগাড়ীতে ২৪ কেজি গাঁজাসহ ৩ জন আটক

গোদাগাড়ীতে ২৪ কেজি গাঁজাসহ ৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার ডিবি পুলিশ গোদাগাড়ী মডেল থানাধীন সাহাব্দিপুর গ্রাম হতে আজ ভোর ০৫:১০ টায় ১৭ই নভেম্বর ২০২৪ খ্রি. তিনজন মাদককারবারিকে ২৪ কেজি গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে ১। মো: মাসুম (২১) ২। মো: হোসেন আলী (৩২) ও ৩। মো: কামাল (৩৮)। মো: মাসুম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ধোবরা সন্নাসী গ্রামের মো: মেছের আলীর পুত্র, মো: হোসেন আলী একই জেলার একই থানার রসুলপুর গ্রামের মৃত লিয়াকত আলীর পুত্র এবং মো: কামাল একই জেলার একই থানার কানসার্ট শ্যামপুর মিয়াপাড়া গ্রামের মৃত মুসলিম ফিটু-এর পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) নাছিম উদ্দিন ও ফোর্স-সহ আজ ১৭ই নভেম্বর ২০২৪ খ্রি. ভোর ০৪:৪০ টায় গোদাগাড়ী মডেল থানাধীন বসন্তপুর মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন তিনজন ব্যক্তি ট্রাকে করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সাহাব্দিপুর গ্রামস্থ রুপা ইট ভাটার উত্তরপার্শ্বের ফাঁকা জায়গা হয়ে হতে গোদাগাড়ীর দিকে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ডিবি’র ইনচার্জ-এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) নাছিম উদ্দিন ও ফোর্স-সহ আজ ১৭ই নভেম্বর ২০২৪ খ্রি. ভোর ০৫:০০ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ভোর ০৫:১০ টায় রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযুক্ত ১। মো: মাসুম ২। মো: হোসেন আলী ও ৩। মো: কামালকে আটক করে জিজ্ঞাসাবাদান্তে তাদের দেখানো মতে ট্রাকের সামনের কেবিন-এর ভিতর সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত দুই বস্তায় মোট ২৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ তাদেরকে গ্রেফতার করে।

প্রসঙ্গত উল্লেখ্য, অভিযানকালে অভিযুক্তদের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্যবহনকারী একটি পুরাতন হলুদ ও নীল রঙের অঝঐঙকঊ খঊণখঅঘউ ট্রাক যার রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো- ট-২২-৪৬১৯ বিধি মোতাবেক জব্দ করা হয়।

গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.