নিজস্ব প্রতিনিধি: রাজশাহী মহানগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় ভায়ের বসত বাড়ি দখলের ঘটনায় থানায় অভিযোগ ও আদালত মামলা হয়েছে। মামলা চলা অবস্থায় ভায়ের সম্পত্তি দখল করেন বোন নাজমা খাতুন। এ সম্পত্তি দখল নিতে গেলে সম্পত্তির প্রকৃত মালিক শাহীনুরসহ তাঁর পিতা আশরাফ আলীকে মারধর করাসহ নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, শ্রীরামপুর টি-বাঁধে পৈতৃক ওয়ারিশ সুত্রে সাড়ে ৪ কাঠা জায়গার মধ্যে সাড়ে ৩ কাঠা জায়গা সমানভাবে বণ্ঠন করা হয় তিনজন ওয়ারিশের মধ্যে। ওই তিন ওয়ারিশ হলেন আশরাফ আলীর বড় ছেলে বেলাল হোসেন ও ছোট ছেলে শাহীনুর এবং আশরাফ আলীর স্ত্রী সায়েমা খাতুন। বাকী এক কাঠা সম্পত্তির মালিকও সায়েমা খাতুন। বড় ভাই বেলাল হোসেন ষড়যন্ত্রমূলক বড় বোন নাজমাকে ছোট ভায়ের বাসা ভাড়া নিয়ে দেয়। ছোট ভাই প্রতিমাসে ৫ হাজার টাকা ভাড়ায় নিজ বাড়ি ভাড়া দেন বড় বোনকে। বড় বোনকে ভুল বুঝিয়ে ওই জায়গা দখলসহ বাড়ি আত্মসাৎ এর পরিকল্পনা করেন। পরবর্তীতে ছোট ভাই শাহীনুর ভাড়া চাইতে গেলে বড় বোন নাজমা ভাড়া না দিয়ে তালবাহানা করেন। ভাড়া চাইতে গেলে বা বাসা ছাড়তে বললে বড় ভাই বেলাল হোসেন এবং বড় বোন নাজমা সন্ত্রাসীবাহীনি নিয়ে মা-বাবাসহ ছোট ভাই শাহীনের উপর হামলা চালায়। গত ৬ মে বেলা ১২ টায় নিজ সম্পত্তি নিকট গেলে রাজনৈতিক প্রভাব বিস্তার করে বেলাল হোসেন একদল সন্ত্রাসী নিয়ে শাহীন ও তাঁর পিতা আশরাফের উপর হামলা চালিয়ে আহত করেন। ওই ঘটনার আগেও বেলাল ও তাঁর সন্ত্রাসী বাহিনী চলতি বছরের ৭ ই ফেব্রুয়ারিতে তাদের উপর হামলা চালায়। ওই ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে।
অভিযোগে আরও বলা আছে, ৩ বছর যাবৎ নাজমা ভাড়া না দিয়ে বাড়িটি সম্পূর্ণরুপে দখল করার চেষ্টা অব্যাহত রেখেছে। অসহায় শাহীনের পরিবার নিরুপায় হয়ে ন্যায় বিচারের আশায় আইন আদালতে চক্কর কাটছেন।
বিএনপি’র রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে বেলাল হোসেন ওই জায়গা আত্মসাৎ করার চেষ্টা করছে। শুধু জায়গা দখল করেই ক্ষান্ত নয় তারা। শাহীনসহ তার পিতা মাতাকে হত্যা করবেও বলে একেরপর এক হুমকি দেন তারা।
কথা বললে ভুক্তভোগী শাহীন বলেন, নিজ বাসা বাড়ি দখল নিতে বড় ভাই বেলাল হোসেন আমাকে ফাঁসাতে মরিয়া হয়ে আছে। আমাকেসহ আমার মেঝো বোন তৌহিদা ও পিতা-মাতাকে মারধর করেন বড় ভাই বেলাল হোসেন। সে বিএনপির রাজনীতি করেন বলে আমাকে আ’লীগের মামলায় ফাঁসাবে সে। বড় ভাই বিএনপির রাজনীতি’র সঙ্গে জড়িত না। সে এখন বিএনপির নাম ব্যবহার করছে। এর আগে সে ওয়ার্কার্স পার্টির সাথে জড়িত ছিলো।
কথা বললে বেলাল হোসেন বলেন, শাহীনের কোনো সম্পত্তি নাই। ওই সম্পত্তির মালিক আমি ও আমার মা। মায়ের সম্পত্তির উপর বড় বোন বাড়ি করে আছে। হামলার বিষয়ে বলেন শাহীন আমার পরিবারের উপর হামলা চালিয়েছে। আমিও থানায় অভিযোগ করতে এসেছি।
জানতে চাইলে রাজপাড়া থানার ওসি আশরাফুল আলম বলেন, ওই ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।