নিজস্ব প্রতিবেদক: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষণা অনুযায়ি রাজশাহীর ৬ টি আসনে যারা দলীয় মনোনয়ন পেয়েছেন তারা হলেন, রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন, রাজশাহী-২ মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৪ ডি.এম জিয়াউর রহমান, রাজশাহী-৫ নজরুল ইসলাম এবং রাজশাহী-৬ আবু সাঈদ চাঁদ।
এদিকে প্রার্থী ঘোষণার পর থেকেই রাজশাহীর ছয়টি আসনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভিতরে বইছে উৎসবের আমেজ। নেতাকর্মীরা জানান,দীর্ঘদিন পর ভোটের আমেজ ফিরে পাচ্ছেন তারা। স্বৈরাচার শেখ হাসিনার আমলে তারা ভোট দিতে পারেনি কিন্তু এইবার উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিবেন বলে আশা করছেন।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়। কিভাবে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত করছেন জানতে চাইলে এক সাক্ষাৎকারে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারা মাঠ পর্যায়ে জরিপ করছেন, যাতে নির্বাচনে জয়ী হওয়ার মতো প্রার্থী বাছাই করতে পারেন।
এ দিক থেকে রাজশাহীতে যারা দলীয় মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে একেবারে নবাগত এবং প্রথম বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন রাজশাহী ১ আসনে মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন এবং ৪ আসন থেকে ডি.এম জিয়াউর রহমান। অবশিষ্ট সকল প্রার্থী প্রবীন রাজনীতিবীদ বলে নিশ্চিত করেন দলীয় নেতা-কর্মীরা।