দুর্গাপুর প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে তিন মাদকসেবী ও এক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর ) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়, পরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নুর তানজু’র ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে গ্রেপ্তার ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দেন।
এদের মধ্যে একজনকে তিন মাস আরেকজনকে ২ মাস ও দুজনকে ১ মাস করে কারাদন্ড দেওয়া হয় এছাড়াও উপজেলার ব্রক্ষপুর গ্রাম থেকে ৭২ বোতল নিষিদ্ধ রেকট্রিফায়ারসহ (এ্যালকোহল) মামুনুর রশীদ (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়, তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে,
দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার গোড়খাই এলাকার শাওন সরকার (২৭), পুর্ব সিংগা গ্রামের সাগর (২৬) একই গ্রামের শিহাব (২৪), বহরমপুর গ্রামের সহিদুল ইসলাম (৩৮)।