নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে দেশজুড়ে তৎপর অসাধু চক্র। আজ ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য পরীক্ষাকে পুঁজি করে প্রশ্নপত্র সরবরাহের প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ ও নথিপত্র হাতিয়ে নেওয়া একটি শক্তিশালী প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে আরএমপি ডিবি ও বোয়ালিয়া থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার(৮ জানুয়ারি) দিবাগত রাতে রাজশাহীর উপশহর সৃষ্টি সেন্ট্রাল স্কুলের সামনে এবং মালোপাড়া কমিউনিটি ব্যাংকের বুথের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো:
১) মো: আল মামুন (৪২), পিতা: মো: শুকুর উদ্দিন, সাং: মাকলাহাট, থানা: নিয়ামতপুর, জেলা: নওগাঁ ২) মো: মাহবুব আলম (৪৬), পিতা: মো: আব্দুস সাত্তার, সাং: নোনাভিটা, থানা: মোহনপুর, জেলা: রাজশাহী ৩) মোছা: আনজুয়ারা খাতুন (২৫), পিতা: মো: আলাউদ্দিন, সাং: মাকলাহাট, থানা: নিয়ামতপুর, জেলা: নওগাঁ ৪) মো: জুলফিকার আলী (৪০), পিতা: মো: আকবর আলী, সাং: চক সুখদা, থানা: নওগাঁ সদর, জেলা: নওগাঁ ৫) মো: নয়ন আলী (২৭), পিতা: ওমর আলী, সাং: হাট কালুপাড়া, থানা: আত্রাই, জেলা: নওগাঁ ৬) রায়হান কবির (৩০), পিতা: সাইফুল ইসলাম, সাং: দাওই, থানা: মান্দা, জেলা: নওগাঁ (বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন)।
পুলিশ জানায়, চক্রের সদস্যরা নিজেদের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রার্থীদের আশ্বস্ত করত। তারা গ্যারান্টি হিসেবে প্রার্থীদের কাছ থেকে: স্বাক্ষরিত ব্যাংকের ব্ল্যাংক চেক, স্বাক্ষরযুক্ত ফাঁকা স্ট্যাম্প, মূল এডমিট কার্ড ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি হাতিয়ে নিত।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ১২টি ব্ল্যাংক চেক, ২১টি স্ট্যাম্প এবং ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এই ঘটনায় বোয়ালিয়া থানায় দণ্ডবিধির ১৭০/৪০৬/৪২০ ধারায় মামলা (নং ১২, তারিখ: ৯/১/২০২৬) রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই চক্রে আরও অজ্ঞাতনামা সদস্য জড়িত রয়েছে যাদের শনাক্তের চেষ্টা চলছে। আজ গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।
সরকারি নিয়োগ পরীক্ষায় কোনো ধরনের অবৈধ লেনদেন বা প্রশ্নপত্র পাওয়ার গুজবে কান না দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হয়েছে।