January 22, 2026, 6:07 pm

News Headline :
লালমনিরহাটে যুবদলের উদ্যোগ সতী নদীর উপর ভাসমান সেতু নির্মাণ রাজশাহীতে সরকারি রাস্তা দখল করে আওয়ামী লীগ নেতা’র বহুতল মার্কেট লালমনিরহাট-২ আসনে ত্রিমুখী লড়াই লালমনিরহাট ১ আসনে জামায়াত প্রার্থী নীরব ভোটে এগিয়ে, বিএনপি শক্ত প্রতিদ্বন্দ্বি টিআর কাবিখার ভুয়া বিল ভাউচার বানিয়ে লক্ষ, লক্ষ টাকা আত্মসাৎ লালমনিরহাটে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন লালমনিরহাটে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান মাদক’সহ ১ জন আটক মোহনপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন তদন্তে সব স্পষ্ট, তবু ফাইলবন্দি শাস্তি—পুঠিয়ায় বিচারহীনতার ভয়াবহ নজির! গোদাগাড়ীতে মিথ্যা মামলা হামলার প্রতিবাদে মানববন্ধন
লালমনিরহাটে যুবদলের উদ্যোগ সতী নদীর উপর ভাসমান সেতু নির্মাণ

লালমনিরহাটে যুবদলের উদ্যোগ সতী নদীর উপর ভাসমান সেতু নির্মাণ

মিজানুর রহমান,লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে লালমনিরহাট জেলা যুবদল। প্রায় ১৪ হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা সমাধানে সংগঠনটি সম্পূর্ণ নিজ উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমে একটি ভাসমান সেতু নির্মাণ করেছে।

‎বৃহস্পতিবার (২২ জানুয়ারি)বিকেলে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের টাংরির বাজার ও চওড়া পাড়া এলাকায় স্বতি নদীর উপর নির্মিত এই ভাসমান সেতুটির শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিছ।

‎​লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিছ তার বক্তব্যে বলেন, দৈর্ঘ্য ২৬০ মিটার ও প্রস্ত ৭ ফিট দীর্ঘ ভাসমান সেতু নির্মাণের ফলে এখন এলাকাবাসীকে আর ৮/১০ কিলোমিটার অতিরিক্ত রাস্তা ঘুরে বাজারে যেতে হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, স্কুলের ছাত্র-ছাত্রীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাওয়ার কষ্ট দূর হবে।এই সেতু শুধু একটি কাঠামোগত সমাধান নয়, এটি দুই পাড়ের মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও যোগাযোগের এক মজবুত সেতুবন্ধন তৈরি করলো।

‎তিনি আরও বলেন, এই ভাসমান সেতুটির নকশা অত্যন্ত আধুনিক ও পরিবেশ-উপযোগী। এটি প্রচলিত সেতুর মতো জলস্তরের ওঠানামায় ক্ষতিগ্রস্ত হবে না। বর্ষাকালে নদীর জল যতই বাড়ুক না কেন, সেতুটি পানির সঙ্গে স্বয়ংক্রিয় ভাবে উপরে ভেসে উঠবে, ফলে এটি কখনোই ডুববে না। এর অর্থ হলো,খুনিয়াগাছ ইউনিয়নের দুই গ্রাম মিলে প্রায় ১৪ হাজার অধিক মানুষের যাতায়াত বছরজুড়ে, বিশেষত বর্ষার দুর্যোগপূর্ণ সময়েও থাকবে সম্পূর্ণ নিরাপদ ও নির্বিঘ্ন।আমরা বিশ্বাস করি, জনগণের পাশে দাঁড়ানোই আমাদের তথা বিএনপি’র প্রধান অঙ্গীকার। জনগণের দুর্ভোগ লাঘবে এই ক্ষুদ্র প্রয়াস যদি এলাকাবাসীর মুখে হাসি ফোটাতে পারে, তবেই আমাদের শ্রম সার্থক। ​তিনি এই মহৎ কাজে সহযোগিতা করার জন্য যুবদলের নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

এসময় জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলী,আব্দুল মালেক সরকার খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপি সভাপতি,সাংগঠনিক সম্পাদক মো: হামিদুল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.