January 23, 2026, 1:20 am

News Headline :
বাগমারায় জামায়াত প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ! লালমনিরহাটে যুবদলের উদ্যোগ সতী নদীর উপর ভাসমান সেতু নির্মাণ রাজশাহীতে সরকারি রাস্তা দখল করে আওয়ামী লীগ নেতা’র বহুতল মার্কেট লালমনিরহাট-২ আসনে ত্রিমুখী লড়াই লালমনিরহাট ১ আসনে জামায়াত প্রার্থী নীরব ভোটে এগিয়ে, বিএনপি শক্ত প্রতিদ্বন্দ্বি টিআর কাবিখার ভুয়া বিল ভাউচার বানিয়ে লক্ষ, লক্ষ টাকা আত্মসাৎ লালমনিরহাটে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন লালমনিরহাটে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান মাদক’সহ ১ জন আটক মোহনপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন তদন্তে সব স্পষ্ট, তবু ফাইলবন্দি শাস্তি—পুঠিয়ায় বিচারহীনতার ভয়াবহ নজির!
বাগমারায় জামায়াত প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ!

বাগমারায় জামায়াত প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল বারী সরদারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শামসুজজোহা সরকার নামে এক ব্যক্তি বুধবার (২১ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) আউচপাড়া ইউনিয়নের হাটখুজিপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ওই প্রার্থী একটি জনসমাবেশের আয়োজন করেন। অভিযোগকারী পক্ষের দাবি, নির্বাচন কমিশনের ঘোষিত আচরণবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে এ ধরনের জনসমাবেশ আয়োজন করা নিষিদ্ধ, যা স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘনের শামিল।

লিখিত অভিযোগে ঘটনার ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে অভিযোগটি সুষ্ঠুভাবে তদন্ত করে নির্বাচনী আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তার কাছে দুটি অভিযোগ এসেছে। অভিযোগগুলো ইলেকশন ইনকোয়ারি (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) নওশীন মাহবুব এর কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা জোরদার হয়েছে। এ অবস্থায় নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে প্রার্থীদের প্রতি প্রশাসনের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.