January 30, 2026, 7:33 pm

বাগমারায় এক কৃষককে কুপিয়ে হত্যা

বাগমারায় এক কৃষককে কুপিয়ে হত্যা

 

বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলায় এক মাহবুবুর রহমান (৪০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে উপজেলার রামপুর গ্রামে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়।

মাহবুবুর রহমানের বাড়ি উপজেলার হাটমাধনগর গ্রামে। বৃহস্পতিবার রাত ১০টা থেকে তিনি নিখোঁজ ছিল। শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে কৃষিজমিতে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর নিহত ব্যক্তির লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল করার সময় নিহত ব্যক্তির ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ দেখা গেছে। পরিকল্পিতভাবে এই ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

ওসি জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা পুলিশ এখনও নিশ্চিত নয়। এ জন্য কাউকে আটক করা যায়নি। পুলিশ বিষয়টির তদন্ত করছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.