May 18, 2025, 9:52 pm

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ রাজশাহী জেলা গণধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন স্বামীকে মিথ্যা বিস্ফোরক মামলাতে ফাঁসানোর অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন রাসিক সাবেক মেয়র লিটনের এপিএস টিটু গ্রেফতার রাজশাহীতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ রাজশাহীতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে মারা গেলেন সাবেক কাউন্সিলর রাজশাহীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক মহলে নিন্দার ঝড় রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে মহানগর বিএনপি লিটন ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে দুদকের ৩টি মামলা দায়ের
ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা আর্জেন্টিনা বাড়ি

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা আর্জেন্টিনা বাড়ি

 

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ফুটবলের সবচেয়ে বড় এই আসরকে ঘিরে ভক্ত-সমর্থকদের উন্মাদনার অন্ত থাকে না। এবার প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা বিশিষ্ট একটি বাড়ি রং করা হয়েছে আর্জেন্টাইন পতাকার আদলে। বাড়িটি এখন স্থানীয়দের কাছে পরিচিতি হয়ে উঠেছে আর্জেন্টিনা বাড়ি হিসেবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া এলাকার বাসিন্দা মাহবুবুল আলম খোকন ও কানিজ ফাতেমা দম্পতির তিন সন্তানের মধ্যে রেজাউল আলম রাব্বি সবার ছোট। চলতি বছর ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে সে। ছোটবেলা থেকেই আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক সে। বিশেষ করে লিওনেল মেসির খেলা তাকে অনেক বেশি আনন্দ দেয়।

মেসির অনেকটা অন্ধভক্ত রাব্বি। আর্জেন্টিনা দল ও মেসির প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবেই কয়েক মাস আগে নিজেদের বাড়ির রং আর্জেন্টাইন পতাকার আদলে করার জন্য বাবা-মায়ের কাছে বায়না ধরে সে। পরবর্তীতে অনেকটা বাধ্য হয়েই আর্জেন্টিনার পতাকায় রঙে রাঙিয়ে তোলা হয় তাদের বাড়িটি। পুরো বাড়ি আর্জেন্টিনার পতাকার আদলে রং করা হলেও বাড়ির ছাদে পানির ট্যাংকটিতে আঁকা হয়েছে বাংলাদেশের পতাকা।

সম্প্রতি ফুটবল বিশ্বকাপকে ঘিরে আলোচনার কেন্দ্রে এসেছে আর্জেন্টাইন পতাকার রঙের বাড়িটি। এটি এখন স্থানীয়দের কাছে আর্জেন্টিনা বাড়ি হিসেবেই পরিচিত। অনেকেই এখন বাড়িটি দেখার জন্য আসেন।

রেজাউল আলম রাব্বি জানায়, ছোটবেল থেকেই সে আর্জেন্টিনা দলের সমর্থন করে। লিওনেল মেসির খেলা তার খুব ভালো লাগে। কয়েক মাস আগে বাড়িতে রঙের কাজ ধরলে বাবা-মায়ের কাছে আর্জেন্টিনার পতাকার রঙে বাড়িটির রং করার বায়না ধরে সে। আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে নিজের বাড়ির রং আর্জেন্টাইন পতাকার আদলে করতে পারায় ভালো লাগছে বলে জানায় রাব্বি।

রাব্বির বাবা মাহবুবুল আলম খোকন বলেন, আর্জেন্টিনার প্রতি রাব্বির এমনই ভালোবাসা- যে বাড়ির রং আর্জেন্টিনার পতকার আদলে না করলে সে খাওয়া-দাওয়া বন্ধ করে দেবে। তাই অনেকটা বাধ্য হয়েই ছেলের ইচ্ছায় বাড়ির রং আর্জেন্টাইন পতাকার রঙে করা হয়েছে। তবে প্রিয় দলের প্রতি ছেলের এই ভালোবাসা বাবা হিসেবে তাকেও আপ্লুত করেছে বলে জানান তিনি।

সূত্রঃ ঢাকা পোস্ট

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.