November 24, 2024, 8:37 pm

News Headline :
সীমাহীন দূর্নীতির পরও বহাল তবিয়তে মোহনপুরের ইউএনও আয়শা সিদ্দিকা রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে কোথাও স্থাপনা করতে না পেরে শেষমেস ভাঙারির দোকানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ: নাছিম রাজশাহীতে আলু ও তেলের দাম বাড়তি রাজশাহীতে ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বললো মহানগর ছাত্রদল প্রধান উপদেষ্টার সাথে খালেদা জিয়ার মতবিনিময় দেশের সকল ক্ষমতার মালিক হবেন জনগণ: ড. মুহাম্মদ ইউনূস রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন
দীর্ঘ সময় ক্ষমতায় থাকাতে আজ উন্নয়নটা দৃশ্যমান হচ্ছে: প্রধানমন্ত্রী

দীর্ঘ সময় ক্ষমতায় থাকাতে আজ উন্নয়নটা দৃশ্যমান হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,আমরা একটানা ১৪ বছর ক্ষমতায়, দীর্ঘ সময়টা থাকাতে আজ অন্তত বাংলাদেশের উন্নয়নটা করতে পারছি। আল্লাহর রহমতে এই পরপর তিনবার থাকাতে, এখন উন্নয়নগুলি দৃশ্যমান হচ্ছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে আসন্ন শীত মৌসুমে শীতার্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অনুদান গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘একটি দলের দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুবিধা প্রসঙ্গে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে আন্তর্জাতিক একটি অনুষ্ঠানে কথোপকথনের স্মৃতিচারণা করেন শেখ হাসিনা। আমি, রেহানা, মাহাথির মোহাম্মদ ও তার স্ত্রী আমরা বসে এক কোনায় গল্প করছি। উনি বললেন, আসলে দেশের একটা উন্নতি করতে হলে একটু দীর্ঘ সময় ক্ষমতায় না থাকলে হয় না। উন্নতিটা ঠিকমতো করা যায় না। ’

তিনি বলেন, ‘আমি তাঁকে বললাম, জনগণ কতক্ষণ ভোট দেবে নাকি দেবে না, সেটা তো বলতে পারি না। যদি ভোট পাই হয়তো থাকব। এ সময় বিভিন্ন ব্যাংক ও শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেদের প্রতিষ্ঠানের পক্ষে শীতবস্ত্র অনুদান দেন।

অন্যান্য বার ভার্চুয়ালি হলেও এ বছর সশরীরে প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, একটানা ১৪ বছর ক্ষমতায় থাকার ফলে দেশের উন্নয়ন করতে পারছি; সেগুলো দৃশ্যমানও হচ্ছে, চোখেও পড়ছে। সমাজের কোনো মানুষই অবহেলিত থাকবে না, মানবেতর জীবনযাপন করবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটাই আমাদের লক্ষ্য এবং আমরা সেসব ব্যবস্থা করে দিচ্ছি।

Please Share This Post in Your Social Media

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.