নিউজ ডেস্ক
আমাদের লক্ষ্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র, বৈষম্য ও বেকার সৃষ্টির শিক্ষা ও সমাজ ব্যবস্থা বদল করতে বাংলাদেশের ইতিহাস -ঐতিহ্য- সংস্কৃতি বিরোধী রাজনীতি রুখে দিতে ঐক্যবদ্ধ ছাএ আন্দোলন গড়ে তুলুন। বাংলাদেশ ছাএলীগ (জাসদ) রাজশাহী মহানগরের উদ্যেগে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় গণকপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে মহানগর ছাএলীগের বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য র্যালি শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ ছাএলীগ রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদ রাজশাহী মহানগর সভাপতি ও রাজশাহী কলেজ ছাএ সংসদের সাবেক জি এস আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদ রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ও সাবেক ছাএনেতা আমিরুল কবির বাবু।
সভায় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, সাবেক ছাএনেতা শাহরিয়ার রহমান সন্দেশ, রাজশাহী মহানগর ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী আলমগীর কবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাএলীগের সাবেক সভাপতি সাইফুল করিম কাজল, সাবেক ছাএনেতা এ এইচ এম জুয়েল খান প্রমুখ। সমাবেশ সঞ্চালনায় করেন ছাএনেতা সোহেল রানা।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মাসুদ শিবলী বলেন, বিএনপির ২৭ দফা রাজনৈতিক সংস্কারের চমকবাজীর আড়ালে যুদ্ধাপরাধী, খুনী, সাম্প্রদায়িক জঙ্গীবাদীদের হালাল ও তাদের সাথে রাজনৈতিক অংশীদারত্ব প্রতিষ্ঠার কালো দলিল। বিএনপির ১০ দফার পর ২৭ দফায় আবার প্রমাণ হলো যে জামাতকে সাথে নিয়ে ক্ষমতা পুনর্দখল করাই বিএনপির মূল উদ্দেশ্য।
সাবেক ছাএ নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধ ও অতীতের ঐতিহাসিক গণআন্দোলন মীমাংসিত বিষয়সমূহ, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসসহ জাতীয় ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি, সংবিধানের চার মূলনীতি অস্বীকার করা, সংবিধান-রাষ্ট্র-সমাজে সাম্প্রদায়িকতাসহ পাকিস্তানপন্থা চাপিয়ে দেওয়া।