আন্তর্জাতিক ডেস্ক
নেপালে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭তে পৌঁছেছে। কাঠমাণ্ডু থেকে পোখরাগামী ওই বিমানে মোট ৭২ জন আরোহী ছিলেন। রোববার রয়টার্স ও এএফপি এ তথ্য জানিয়েছে।
এএফপি জানিয়েছে, বিমানে ৫৩ জন নেপালি এবং ১৫ জন বিদেশি যাত্রী ছিলেন। এদের মধ্যে পাঁচ জন ছিল ভারতীয়।
পুলিশ কর্মকর্তা অজয় কেসি রয়টার্সকে বলেছেন, ‘আমরা ৩১টি মৃতদেহ হাসপাতালে পাঠিয়েছি এবং এখনও ৩৬টি মৃতদেহ ধ্বংসস্তুপ থেকে বের করছি।’ উদ্ধারকর্মীরা পর্যটন শহরটির বিমানবন্দরের কাছে দুই পাহাড়ের মাঝখানে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে অসুবিধায় পড়েছে। এ কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।
রোববার সকাল ১০টা ৩৩ মিনিটের দিকে কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি উড্ডয়ন করে। উড্ডয়নের ২০ মিনিটের মাথায় বিমানটি বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন নেপালের বেসমারিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ।