November 16, 2025, 1:53 pm

তুরস্কে ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫ শতাধিক

তুরস্কে ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে ও সিরিয়ায় ৫ শতাধিক নিহত হয়েছেন। তুরস্ক ও সিরিয়ায় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। খবর সিএনএনএর।

খবরে বলা হয়, অনেকে এখনো ধ্বংসস্তূপে আটকা পড়ে রয়েছে।ভূমিকম্প আঘাত হানার সময় অনেক মানুষ ঘুমিয়ে ছিলেন। ভবনের ধ্বংসস্তূপে অনেকে আটকা পড়েছেন। অনেকে মারা গেছেন। অনেকে এখনো ধ্বংসস্তূপে আটকা পড়ে রয়েছে।

ভূমিকম্প আঘাত হানার সময় অনেক মানুষ ঘুমন্ত ছিলেন। ভবনের ধ্বংসস্তূপে অনেকে আটকা পড়েছেন। অনেকে মারা গেছেন।

এদিকে শক্তিশালী ভূমিকম্পে সিরিয়ার কমপক্ষে ২৩৭ জন মারা গেছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে বিবিসি ও এএফপি জানিয়েছে, সিরিয়ার আলেপ্পো, লাতাকিয়া, হামা এবং টারতুস প্রদেশে ৬২৯ জন আহত হয়েছে। মারা গেছে ২৩৭ জন।

সাইপ্রাস ও মিশরেও ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পের মাত্রা ছিলো ৭.৮ এবং এটি স্থানীয় সময় ভোর সোয়া ৪টার দিকে আঘাত হানে। গাজিয়ানতেপ শহরের কাছে এর গভীরতা ছিল মাত্র ১৭.৯ কিলোমিটার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.