স্টাফ রিপোর্টার, পাবনা
পাবনার চাটমোহরে জমি জবর দখল করে চাষাবাদ ও প্রতিপক্ষের লোকজনকে হামলার অপচেষ্টার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার দাঁথিয়া কয়রাপাড়া গ্রামের আক্কাস আলী মোল্লার ছেলে কেসমত আলী (৩৫), আকবর আলী মোল্লার ছেলে বজলুর রহমান (৪০) ও ইমান আলীর ছেলে আমজাদ হোসেন (৩৭)।
পুলিশ ও স্থানীয় ভুক্তভোগীরা জানায়, উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দাঁথিয়া কয়রাপাড়া গ্রামের ইস্কান্দার আলী গং দীর্ঘদিন ধরে একই গ্রামের আব্দুল মজিদ গংদের ভোগদখলীয় জমিতে ফসলের আবাদে বাঁধা দেওয়াসহ জোরপূর্বক জমি দখলের অপচেষ্টা করছে। একইসাথে তারা হাঙ্গামা সৃষ্টিসহ মিথ্যে মামলা-মোকদ্দমা দায়ের করে আব্দুল মজিদের পরিবারকে হয়রানীও করছে বলে অভিযোগ রয়েছে।
সোমবার সকালে ইস্কান্দার আলী গং জমি জবরদখল করে চাষাবাদ শুরু করে। এ সময় আব্দুল মজিদ গং বাধা দেয়। কিন্তু ইস্কান্দার গং দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে তাড়া করে। পরে আব্দুল মজিদ থানা পুলিশে খবর দিলে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে আটক করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, অন্যের জমিতে অবৈধ অনুপ্রবেশ, মারধর ও হুমকির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ফজলুল হক বাদি হয়ে ৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। আটক তিনজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান ওসি।
ভুক্তভোগী জমির মালিক ফজলুল হক ও আব্দুল মজিদ অভিযোগ করে জানান, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রায় একশ’ বছরের বেশি সময় ধরে ভোগ দখলে থাকা জমি প্রতিপক্ষের হামলার ভয়ে তারা চাষাবাদ করতে পারছেন না। এস্কেন্দার আলী গং বছরের পর বছর একের পর এক মিথ্যে মামলা দায়ের করে হয়রানী করে আসছেন। এমতাবস্থায় প্রায় ১৮ বিঘা জমি অনাবাদি পড়ে আছে। ইতোমধ্যে জমি অনাবাদি থাকায় কয়েক লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন তারা।