রাজধানীর গুলশান-২ এর ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের সাত তলায় আগুনের ঘটনা ঘটেছে। এই আগুনে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন, নিহত ব্যক্তি একজন পুরুষ, তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার নাম, পরিচয় জানা যায়নি, শনাক্তে চেষ্টা চলছে।
এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগা আবাসিক ভবন থেকে এখন পর্যন্ত ছয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিন জন নারী ও তিন জন পুরুষ। এছাড়া আটকে পড়া অন্যদের উদ্ধারের চেষ্টা চলছে।
অপরদিকে আগুন লাগা ওই ভবনের সাত তলা থেকে আতঙ্কে চার জন লাফিয়ে পড়েছেন। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢামেকের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, নিহতের শরীরে আগুনের কোনো চিহ্ন দেখা যায়নি। তবে তার শরীর থেঁতলে গেছে। রাত ১০টা ১০ মিনিটে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।
অপরদিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানিয়েছেন, খবর পেয়ে কয়েক দফায় বেশ কয়েকটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। বর্তমানে ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র দে গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ২/এ হোল্ডিংয়ের ১২তলা ভবনে আগুন লাগে। আবাসিক ওই ভবনে অনেক পরিবারের বসবাস।