May 22, 2025, 9:32 pm

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ রাজশাহী জেলা গণধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন স্বামীকে মিথ্যা বিস্ফোরক মামলাতে ফাঁসানোর অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন রাসিক সাবেক মেয়র লিটনের এপিএস টিটু গ্রেফতার রাজশাহীতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ রাজশাহীতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে মারা গেলেন সাবেক কাউন্সিলর রাজশাহীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক মহলে নিন্দার ঝড় রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে মহানগর বিএনপি লিটন ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে দুদকের ৩টি মামলা দায়ের
বাগমারায় আন্তর্জাতিক নারী দিবস পালন

বাগমারায় আন্তর্জাতিক নারী দিবস পালন

বাগমারা প্রতিনিধি: “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এফ, এম, আবু সুফিয়ান।মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদার পরিচালনায় মুঠোফোনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।প্রধান অতিথি বলেন, নারী আর আজ অবলা না। নারীকে স্বাবলম্বী করে তুলেছেন আওয়ামী লীগ সরকার। ঘরে বসে থাকলে দেশের উন্নয়ন সম্ভব না। ঘর থেকে বাহির হওয়া জরুরী। দেশের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন নারী।আওয়ামী লীগ সরকারের কারণে নারীরা আজ ফিরে পেয়েছে মর্যাদা। আগে সন্তানের প্রয়োজনীয় কাগজপত্রে পিতার পরিচয় দেয়া থাকতো। বর্তমানে মায়ের তথ্য দেয়া হচ্ছে। মায়ের এ্যাকাউন্টে টাকা দেয়া হচ্ছে সন্তানের উপবৃত্তির। ঘরের কাজের পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে।প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তাই সকল নারীকে দেশ ও দশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। নিজেকে আত্মনির্ভরশীল করতে চাইলে কর্মসংস্থান মূলক কাজে মনযোগী হওয়া জরুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিরেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, সাবেক জেলা পরিষদ সদস্য নারগিস বেগম, নারীনেত্রী সানোয়ারা বেগম, কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার শাহাদাৎ হোসেন প্রমুখ।উক্ত অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাসহ নারী সংগঠনের সদস্য, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.