নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ‘বাতসহ যেকোন ব্যথায় ফিজিওথেরাপি ও আধুনিক বায়োলজিকস এর সমন্বিত চিকিৎসা’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ মার্চ) একটি রেস্তোরার কনফারেন্স রুমে জিসকা ফার্মাসিউটিক্যালস, ফিজিও কেয়ার ফিজিওথেরাপি সেন্টার (লক্ষ্মীপুর রাজশাহী) ও হুমায়রা ফিজিওথেরাপি সেন্টার কুষ্টিয়ার সৌজন্যে রাজশাহী ফিজিওথেরাপি পেশাজীবী পরিষদ এই বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকার বেটারলাইফ হাসপাতালের বাত বিভাগের প্রধান ও রাজশাহীর ল্যাবএইড ডায়াগনস্টিক এর কনসালটেন্ট বিশিষ্ট ইন্টার্নাল মেডিসিন ও বাতব্যথা বিশেষজ্ঞ ডা. মঞ্জুর এ খোদা। এসময় তিনি তার বক্তব্যে, যেকোন ধরনের আঘাতজনিত, প্রদাহ (বাত) জনিত ও বয়সজনিত ব্যাথা নিরাময়ে সমন্বিত চিকিৎসা পদ্ধতির সার্বিক বিষয় তুলে ধরেন।এসময় উপস্থিত ছিলেন ডা: সেলিনা জাহান (পিটি), ডা:ইসরাত জাহান রিনা (পিটি) , ডা: খাদিজা (পি টি), ডা: আবু হাসান (পিটি), ডা: আনোয়ারুল ইসলাম (পিটি), ডা: জিএম শামীম (পিটি) প্রমূখ।সেমিনারে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৩৫ জন ফিজিও অংশ নেন।