বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল প্রমুখ।
উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জনাব আলী, মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাফিজ শরীফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল আলম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাস প্রমুখ।
পরে এই দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন।