January 17, 2026, 6:57 am

News Headline :
মোহনপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন তদন্তে সব স্পষ্ট, তবু ফাইলবন্দি শাস্তি—পুঠিয়ায় বিচারহীনতার ভয়াবহ নজির! গোদাগাড়ীতে মিথ্যা মামলা হামলার প্রতিবাদে মানববন্ধন রাজশাহীতে দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমিতির মতবিনিময় সভা লালমনিরহাটে সীমান্ত ব্যাংক ও ১৫ বিজিবি’র শীত বস্ত্র বিতরন তদন্তের নির্দেশ উপেক্ষিত, বহাল তবিয়তে কর্মকর্তা: তালবাহানার উত্তর রাজশাহীতে ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে উধাও যুবদল নেতা বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে কাগজে সরকারি টাকা চুরি! শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী গ্রেপ্তারের প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পবায় দলিল লেখক সমিতির দোয়া মাহফিল
রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, গ্রীষ্মকালে বর্ষার আমেজ

রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, গ্রীষ্মকালে বর্ষার আমেজ

নিজস্ব প্রতিবেদক: ঋতুরাজ বসন্ত যাওয়ার পর চলছে গ্রীষ্মকাল। কিন্তু এই গ্রীষ্মকালে বর্ষাকালের আমেজ বিরাজ করছে রাজশাহীতে। মূলত এ সময় মানুষ কালবৈশাখী ঝড়ের আতংকে থাকে। কিন্তু এবার চলতি মওসুমে বৃষ্টি শুরু হয়েছে অনেকটা ব্যতিক্রমীভাবে। এবার শুরু থেকেই রাজশাহীতে বর্ষাকালের মত গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে হতে দেখা যাচ্ছে।

বেশ কয়েকদিন থেকে রাজশাহীর তাপমাত্রা কিছুটা উঠতির মুখে ছিল। এর ফলে ছিল ভ্যাপসা গরমও। আকাশের গতিবিধি ও গরমের কারণে আবহাওয়া অফিসও বারবারই ঝড় বৃষ্টির আভাস দিয়ে আসছিল। সেই আভাসের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর সামান্য শুষ্ক ঝড় হলেও বৃষ্টির দেখা মেলেনি।

কিন্তু শুক্রবার সকাল ১০ টা ৪০ শুরু থেকে বর্ষাকালের মত বৃষ্টি শুরু হয়। এতে নগরীর রাস্তা-ঘাট যেমন ফাঁকা হয়ে যায়, তেমনি দুর্ভোগও পোহাতে হয় মানুষকে। যদিও  আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহীতে ঝড়ো হওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ভারি বৃষ্টি হবার সম্ভাবনা নেই।

বিশেষ করে শীতকালের মত গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে সুর্যের মুখ দেখা যায়নি বলাই যায়।

রাজশাহী আবহাওয়া অফিসের জেষ্ঠ্যপর্যবেক্ষক আব্দুস সালাম জানান, সকাল ১০ টা ৪০ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়। দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। রাজশাহীতে সকাল থেকে ৩ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আগামীকাল পর্যন্ত রাজশাহীর আবহাওয়া এমনটাই থাকবে বলেও ধারণা করা হচ্ছে। এছাড়াও রাজশাহীর আকাশ মেঘাচ্ছন্ন  থাকার সম্ভবনা বেশি দেখা যাচ্ছে। বৃষ্টির কারণে রাজশাহীর দিনের তাপমাত্রাও কিছুটা কমেছে।

এদিকে শুক্রবার ছুটির দিন হওয়ায় লোকজন বাজার ঘাট করতে বের হয়ে গুঁড়িগুঁড়ি বৃষ্টি কারণে দুর্ভোগে পড়েন। এমন কি নগরীতে জীবীকার তাগিদে যারা অটোরিক্সা চালন ও দিন মুজুরের কাজ করেন সেসব মানুষদের ভোগান্তি পোহাতে হয়েছে। বিভিন্ন কাজ সরতে বাইরে লোকজন বের হওয়ার পর যেমন যানবাহনের ভোগান্তিতে পড়েছেন, তেমনি ফিরতি পথেও যানরবাহনের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে। বিশেষ করে বাজার করতে যাওয়া লোকজনদের দুর্ভোগে পড়তে হয়েছে বেশি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.