রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে শত শত দোকান পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ সাত জন অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ধোঁয়ার অসুস্থ হয়ে তিন জন ফায়ার সার্ভিস কর্মীসহ সাত জন অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
উল্লেখ্য, আজ সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগে। মুহূর্তে আগুন পাশের চারটি ভবনে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।