November 16, 2025, 1:55 pm

যাত্রী বেশে বাসে ওঠে বাসচালককে জরিমানা করলেন ম্যাজিস্ট্রেট

যাত্রী বেশে বাসে ওঠে বাসচালককে জরিমানা করলেন ম্যাজিস্ট্রেট

পাবনা প্রতিনিধি: পাবনার কাজীরহাট ঘাট-পাবনা রুটে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগে এক বাসচালককে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৭ জুলাই) সন্ধ্যায় কাজীরহাট বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (০৮ জুলাই) এ তথ্য জানান বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কোরবানির ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে কাজীরহাট-পাবনা রুটে পাবলিক বাসে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে বলে কয়েকজন যাত্রী মোবাইল ফোনে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্নাকে জানান। অভিযোগ পাওয়ার পর তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় কাজীরহাট ঘাটে পৌঁছান। এরপর টার্মিনাল থেকে সাধারণ যাত্রী বেশে বাসে ওঠেন।

এ সময় তার সঙ্গে সাধারণ পোশাকে আমিনপুর থানার কয়েকজন পুলিশ সদস্য ছিলেন। বাস সুপারভাইজার সব যাত্রীর কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করা শুরু করেন। বেশি ভাড়া আদায়ের বিষয়টি হাতেনাতে প্রমাণ পাওয়ার পর সুপারভাইজারের কাছে এর কারণ জানতে চান নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি কোনো সদুত্তর দিতে ব্যর্থ হন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না গাড়িতেই ভ্রাম্যমাণ আদালত গঠন করেন। সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাসচালক মিন্টু মিয়াকে চার হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না বলেন, যাত্রীদের স্বার্থে ঈদের আগে ও পারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.