নিজস্ব প্রতিবেদক: তফশীল ঘোষণা না হলেও নির্বাচনের দিনক্ষণ হওয়ায় বেশ নড়েচড়ে বসেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও দলটির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। ঈদকে কেন্দ্র করে দলীয় এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করছেন, ঈদ উপহার তুলে দিচ্ছেন। প্রতি বছরের ন্যায় গত বুধবার তিনি রাজশাহীর ইমাম-মুয়াজ্জিনদের হাতে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেন। ওইদিন দিন তিনি স্বেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগের সঙ্গেও মতবিনিময় করেন। তবে রাজশাহী সিটি নির্বাচন ঘিরে অন্য কোনো দলের মেয়র প্রার্থীদের এখনো কোনো তৎপরতা শুরু হয়নি। ফলে ঈদঘিরেও তাঁদের মাঠে নামতে দেখা যায়নি। মেয়র লিটন একাই রাজশাহী সিটি নির্বাচন ঘিরে এখন পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে নানাভাবে মতবিনিময় করে যাচ্ছেন। ঈদ উপহার তুলে দিচ্ছেন প্রতি বছরের মতো।এদিকে সর্বশেষ গতকাল আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র এএইচএম কায়রুজ্জামান লিটন নগর ভবনে মহানগর যুবলীগের ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকদের নিয়ে মতবিনিময় করেন। এছাড়াও তিনি প্রান্তিক জনগোষ্ঠি কল্যাণ সোসাইটির সাধারণ সভাতেও যোগ দেন।এর আগের দিন মেয়র রাজশাহী নগরীর লক্ষীপুরে এবং বিনোদপুরে ফুটওভার ব্রিজের কাজের উদ্বোধন করেন।
জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, যেহেতু এখনো তফশীল ঘোষণা হয়নি, সে কারণে আমার অসম্পূর্ণ কাজগুলো দ্রুত সম্পন্ন করার জন্য দিনরাত চেষ্টা করে যাচিছ। গত কয়েকদিন ধরে বেশকিছু উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তুর স্থাপনের উদ্বোধন করেছি। এসব কাজের বরাদ্দও আছে। এমন নয় যে, এসব নতুন করে হাতে নেওয়া কাজ। তিন হাজার কোটি টাকার প্রকল্পের অনেক কাজ শেষ হয়নি এখনো. সেগুলোরই উদ্বোধন হচ্ছে। এসব কাজ উদ্বোধন হওয়ার পরে নগরীর উন্নয়নচিত্রে আসছে বৈপ্লিবিক পরিবর্তন। নগরবাসীও সুবিধা পেতে শুরু করেছেন।’
জাননে চাইলে রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন বলেন, ‘তফশীল ঘোষণা না হওয়ায় মেয়র মহোদয় তাঁর সামগ্রীক কাজই করতে পারবেন। তফশীল ঘোষণা পরে আর তিনি করতে পারবেন।’