July 20, 2025, 7:45 am

News Headline :
রাজশাহীতে মহিলাদলের প্রভাব খাটিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ পাথর নিক্ষেপে হত্যার প্রতিবাদে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: উপ-প্রেস সচিব আজাদ মজুমদার রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭.৬৩,  মেয়েরা এগিয়ে রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় বৃক্ষ রোপণ ১৭ বছর ধরে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে রূপপুর প্রকল্পসহ হার্ডিং ব্রিজ ও লালন শাহ সেতু রাজশাহী প্রেসক্লাব থেকে সন্ত্রাসী জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক রাজশাহীতে কথিত সাংবাদিক জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ‘‘জুলাই সনদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আছি’’: রাজশাহীতে নাহিদ বাগমারা আওয়ামী লীগের দোসর চেয়ারম্যান মোজাম্মেল এর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
বাঘায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

বাঘায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় এক মৎস্যচাষীর পুকুরে বিষ দিয়ে প্রায় ৮ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে উপজেলার আড়ানি নূরনগর গ্রামের মৎস্যচাষী বজলুর রহমান বৃহসপতিবার (২৭ এপ্রিল) অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার সকালে পুকুরের মাছগুলো মরে ভেসে উঠতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে পুকুরে গিয়ে মরা মাছ ভেসে উঠতে দেখেন। এসময় পুকুরে তরল জাতীয় বিষের গন্ধ পান। পরে থানায় লিখিত অভিযোগ করেন।

বজলুর রহমানের দাবি, প্রতিবেশীদের সাথে পূর্ব শত্রুতার জের ধরে বুধবার রাতের যে কোন সময়ে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের মাছ নিধন করা হয়েছে।

গত ৩ মাস আগে উপজেলার আড়ানি ইউনিয়নের ঝিনা ভাটার দক্ষিণ পাশের পুকুরে সাড়ে ৪লক্ষ টাকার বিভিন্ন জাতের ৪২ মণ মাছের পোনা ছাড়েন।

এর মধ্যে ছিল-রুই,কাতলা,মৃগেল,সিলভার কার্প,ব্লাড কার্প,ব্রি গেড। প্রতিটি পোনা মাছের গড় ওজন ছিল ৮০০শ গ্রাম। সব মিলিয়ে তার পুকুরে ৬০ থেকে ৭০ মণ মাছ ছিল। বিষ প্রয়োগে মাছ নিধনের ফলে তার প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

বজলুর রহমান জানান, পুকুরে ভেসে উঠা মাছ-যে যার মতো পেরেছে ধরে নিয়েছে। তবে কিছু মাছ ধরে ৭৭ হাজার ৭৯০ টাকার মতো স্থানীয় আড়তে বিক্রি করছেন।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত)আাব্দুল করিম বলেন, ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী বজলুর রহমান অজ্ঞাতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.