November 27, 2024, 5:53 pm

মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং মুক্ত ১৯নং ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর পদপ্রার্থী আশরাফ বাবু

মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং মুক্ত ১৯নং ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর পদপ্রার্থী আশরাফ বাবু

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাকি এখনো অনেক সময়। তবে এখন থেকেই প্রতিটি ওয়ার্ডের শুরু হয়েছে প্রার্থীততা জানান দেওয়া। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব ভাবেই প্রার্থীরা চালাচ্ছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনী প্রচারণা অন্যান্য ওয়ার্ড থেকে পিছিয়ে নেই রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের প্রার্থীরা।

তবে রাসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলার সকল প্রার্থীদের মধ্যে এলাকায় জনপ্রিয়তার শীর্ষে এগিয়ে আছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ মোঃ আশরাফ বাবু।এলাকায় সহজ-সরল ও দানবীর হিসেবে কাউন্সিলর প্রার্থী আশরাফ বাবুর রয়েছে সুপরিচিতি।

একান্ত সাক্ষাৎকারে আশরাফ বাবু বলেন, ১৯ নং ওয়ার্ড বাসিকে আমি দিতে চাই একটি আধুনিক ওয়ার্ড, সে লক্ষ্যে নিয়ে সব ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে এই ওয়ার্ড বাসির কর্মী হয়ে কাজ করতে চাই। আর আপনাদের সঙ্গে নিয়ে ব্যক্তি, পরিবার তথা সমাজ ধ্বংসকারী সর্বনাশা মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থানকে কাজে লাগিয়ে দুর্বার সামাজিক আন্দোলনের রূপ দিতে চাই। সব নাগরিক সমস্যা ও জনভোগান্তির অবসান ঘটিয়ে ১৯ নং ওয়ার্ডকে গড়ে তুলতে চাই একবিংশ শতাব্দীর বসবাসযোগ্য করে। সে সঙ্গে নাগরিক জীবনের যান্ত্রিকতা থেকে সয়িষ্ণু ও ভঙ্গুর সামাজিক বন্ধনকে শক্তিশালী করতে ওয়ার্ড বাসীকে নিয়ে আসতে চাই এক সুদৃঢ় পারিবারিক বন্ধনে।

এ লক্ষ্যে অপসংস্কৃতিকে দূর করে সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনকে বেগবান করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ওয়ার্ড বাসীর সেবা করার সুযোগ চেয়ে দোয়া চাই।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.