নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন কে পুনরায় মেয়র হিসাবে নির্বাচিত করার লক্ষ্যে আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষ্যে মহানগর ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫ টার দিকে রাজশাহী মহানগরীর লক্ষীপুর মোড়, লক্ষীপুর কাঁচাবাজার, শেরসাহা রোড, ঝাউতলা মোড়, প্যারামেডিকেল, বাগানপাড়াসহ বিভিন্ন এলাকায় প্রচার প্রচারনা ও লিফলেট বিতরন কার্যক্রমে অংশগ্রহন করেন মহানগর ছাত্রলীগের সাবেক প্রায় ৪ শতাধিক নেতা কর্মীবৃন্দরা।এসময় সাবেক ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুল হুদা রানা, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মুস্তাক হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হবিবুর রহমান বাবু, সাবেক ছাত্রনেতা আব্দুল লতিফ, রাসিকের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল মোমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নাজমুল হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহীন আশরাফ শাহীন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি শহিদুল ইসলাম বিপুল, সাবেক ছাত্রনেতা আনোয়ার, কুতুব, এবাদুল হক বাবু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটু, সাবেক ছাত্রনেতা মির্জা জনি , শামীম সেন্টু, সুইট, মোশাররফ, বাদশা,শরিফুল ইসলাম,মিলন, রফিক, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহমুদ হাসান রাজীব , সাবেক ছাত্রনেতা আসাদ , হারান, নাসির উদ্দিন রুবেল, রিফাত, দীপন, আতিক, জয়, রানা, কাইয়ুম, জেনিথ, শিমুল, নজরুল, মার্শাল, সৌমিত্র রানা , ডাঃবিন, ইঞ্জি:বনি , ইঞ্জি:সজিব, হিমেল, সবুজ, আকাশ, বিজয় , বিদ্যুৎ সহ সাবেক ছাত্রলীগের প্রায় চার শতাধিক নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।এসময় জনসাধারণের কাছে রাজশাহীর উন্নয়ন অব্যহত রাখতে পুনরায় রাসিক নির্বাচনে মেয়র হিসাবে লিটন ভাই কে ভোট দিয়ে বিজয়ী করার জন্য অনুরোধ করেন সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা।