নিজস্ব প্রতিবেদক: মোহনপুরে আগুনে পান বরজ পুড়ে যাওয়ায় আর্থিক সহযোগিতার চেয়ে উপজেলা নির্বাহী ববাবর আবেদন করেছে আতিউর রহমান লায়েব নামের পানচাষি। বোববার (১৪ মে) বিকালে তিনি লিখিত এ আবেদন উপজেলা প্রশাসনের নিকট জমা দেন।
স্থানীয় ও আবেদনের রিসিভ কপি সূত্রে জানা যায়, মোহনপুর উপজেলার মাতুল্লাহ শাহ্ এর ছেলে আতিউর রহমান লায়েব রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হতে কৃষিঋণ গ্রহণ করে পান বরজ স্থাপন করে। গত ১০ মে (বুধবার) বিকাল ৫ টার দিকে বৈদ্যুতিক ট্রান্সফরমার হতে আগুনের সূত্রপাতে হয়ে তার এক বিঘা জমির পান বরজ সম্পূর্ণরূপে পুড়ে যায়। অগ্নিকান্ডে তার পান বরজ পুড়ে যাওয়ায় সে একেবারে দিশেহারা হয়ে পড়েছে। তার পান বরজে যে পান ছিল যা দ্বারা তার সংসার চালাতো এবং ব্যাংকের ঋণ পরিশোধ করতো। এখন তার সাংসারিক খরচ ও ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছেনা। তাই তিনি সরকারিভাবে আর্থিক সহোযোগিতা চেয়ে এ আবেদন করেন।পানচাষি আতিউর রহমান লায়েব বলেন, পানচাষ করে লাভবান হবো মনে করে ব্যাংক থেকে ঋণ নিয়ে পান বরজ করেছিলাম। তা বিলের মধ্যের বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুন পড়ে আমার স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। এখন আমার চারিদিক থেকে দুদর্শা নেমে আসছে। তাই আমি পানচাষ ও ঋণের টাকা পরিশোধের জন্য সরকারের কাছে আর্থিক সহোযোগিতা কামনা করছি।এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্ জোহরা বলেন, আমাদের উপজেলা কর্মকর্তাদের দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।