May 29, 2025, 5:11 am

News Headline :
রাজশাহী রেলস্টেশনে যাত্রীদের সেবাপ্রদানে হয়রানি, দুদক এর অভিযান রাজশাহীতে মুক্তিযোদ্ধার বাড়ি দখল, প্রতিবাদে সংবাদ সম্মেলন ১০ দফা দাবিতে রাজশাহীসহ সারাদেশে পেট্রোল পাম্প বন্ধ! রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ রাজশাহী জেলা গণধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন স্বামীকে মিথ্যা বিস্ফোরক মামলাতে ফাঁসানোর অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন রাসিক সাবেক মেয়র লিটনের এপিএস টিটু গ্রেফতার রাজশাহীতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ রাজশাহীতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে মারা গেলেন সাবেক কাউন্সিলর
রাসিক নির্বাচনে কাউন্সিলর পদে সুজনের মনোনয়ন উত্তোলন

রাসিক নির্বাচনে কাউন্সিলর পদে সুজনের মনোনয়ন উত্তোলন

নিজস্ব প্রতিবেদক: আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে ৫নং ওয়ার্ড সাধারণ প্রার্থী হিসেবে মনোনয়ন উত্তোলন করেন হামিদুল ইসলাম সুজন। সোমবার (১৫ মে) বিকেল ৪টার দিকে তার বাবা, চাচা ও সমর্থকদের সাথে নিয়ে এই মনোনয়ন ফরম উত্তোলন করেন।

মনোনয়ন ফরম উত্তোলন শেষে প্রার্থীর স্বজনরা বলেন, সুজন আমাদের বংশের বড় ছেলে সে ছোট থেকেই পরউপকারী। তার বাবা সাবেক সফল কাউন্সির ছিলেন অসুস্থতার কারনে এবার সুজন প্রতিনিধিত্ব করতে চলেছেন। আমাদের সকলের দোয়া এবং ওয়ার্ডবাসীর সমর্থন নিয়ে মনোনয়ন ফরম উত্তোলন করতে এসেছি ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত।সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রার্থী সুজন বলেন, আশাকরি এ ওয়ার্ডের উন্নয়নের এবং জনগণের সেবাদানের সুযোগ করে দিতে জনগণ তাকে ভোট দেবেন। কারণ এই ওয়ার্ডে তেমন কোনো উন্নয়ন হয়নি। তিনি নির্বাচিত হলে অত্র ওয়ার্ডের জলাবদ্ধতা থেকে শুরু করে সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান করবেন।তিনি আরো বলেন, ওয়ার্ডের উন্নয়নের জন্য সরকারিভাবে অর্থ বরাদ্দ দেয়া হয়। বর্তমানে এই অর্থের সঠিক ব্যবহার না হওয়ায় উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সেইসাথে সুসম বণ্টন না হওয়ায় হতদরিদ্ররা তাদের ন্যায্যতা ও প্রাপ্যাতা থেকে বঞ্চিত হয়েছেন। ওয়ার্ডের উন্নয়ন ও জনগণের সঠিক সেবা দানের সুযোগ করে দিকে তিনি ওয়ার্ডবাসীর নিকট দোয়া ও ভোট প্রার্থনা করেন।ফরম উত্তোলনের সময় অত্র ওয়র্ডের বিভিন্ন স্তরের জনগণসহ উপস্থিত ছিলেন প্রার্থীর বাবা আব্দুল হাসেম, মাসুম আলী বাবু ,সেলিম, নাসির আলী স্বপন, খসরু আহম্মেদ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.