মহাদেবপুর প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন উপলক্ষে করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ চত্ত্বরে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সহযোগিতায় স্থানীয় পরিবেশবাদী সংগঠন জীবন, নিরাপদ নওগাঁ, বিচিত্র্য পাখি গবেষণা প্রতিষ্ঠান, প্রাণ ও প্রকৃতি এবং বৈজ্ঞানিক নার্সারী দিবসটি পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।র্যালীতে অংশগ্রহণ করেন মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা কৃষি অফিসার মোমরেজ আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, জেলা পরিষদ সদস্য গোলাম নূরাণী আলাল, উপজেলা প্রকৌশলী সৈকত দাশ, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, পরিবেশবাদী সংগঠন জীবন এর সভাপতি ইউনুছার রহমান হেফজুল, নিরাপদ নওগাঁর চেয়ারম্যান এম. সাখাওয়াত হোসেন, বৈজ্ঞানিক নার্সারির সভাপতি সাদা মনের মানুষ শামসুদ্দিন মন্ডল।এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ র্যালীতে অংশগ্রহণ করেন। জীব বৈচিত্র্য দিবসের তাৎপর্য তুলে ধরে র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।