November 27, 2024, 4:49 pm

পবায় ১৬ কোটি টাকার বাজেট ঘোষণা

পবায় ১৬ কোটি টাকার বাজেট ঘোষণা

নাহিদ ইসলাম,নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী জেলার পবা উপজেলা পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের জন্য বাজেট অনুমোদনের লক্ষ্যে উন্মুক্ত খসড়া বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এই বাজেট সভা অনুষ্ঠিত হয়। বাজেট সভায় মোট ১৫ কোটি ৮২ লাখ ৫৮ হাজার ৫৩২ টাকার বাজেট ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। বাজেট সভায় ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন।

আরোও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ সুব্রত কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু বাশির, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শামসুন্নাহার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শিমুল বিল্লাহ্ সুলতানা, উপজেলা পরিসংখ্যান অফিসার গোলাম ফারুক, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর রেহেনা আক্তার, তথ্য সেবা কর্মকর্তা জিনিয়া শারমিন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) জাকিয়া সুলতানা, হুজুরীপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও হরিয়ান ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন প্রাং, বায়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বানু সহ শিক্ষক, শিক্ষার্থী, গন্যমান্য ব্যাক্তিবর্গ, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বাজেট সভায় মোট ১৫ কোটি ৮২ লাখ ৫৮ হাজার ৫৩২ টাকার বাজেট ঘোষণা করা হয়। ২০২৩-২৪ অর্থ বছরের জন্য রাজস্ব বাজেট আয় ধরা হয়েছে ৮ কোটি ২২ লাখ ৫৮ হাজার ৫৩২ টাকা এবং এর ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৬৮০ টাকা। এছাড়াও উন্নয়ন খাতে বাজেট আয় ৭ কোটি ৬০ লাখ টাকা এবং এর ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৬০ লাখ টাকা। উদ্বৃত্ত রাখা হয়েছে ৪ কোটি ৯ লাখ ৯৫ হাজার ৮৫২ টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.