November 23, 2024, 11:30 pm

News Headline :
রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে কোথাও স্থাপনা করতে না পেরে শেষমেস ভাঙারির দোকানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ: নাছিম রাজশাহীতে আলু ও তেলের দাম বাড়তি রাজশাহীতে ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বললো মহানগর ছাত্রদল প্রধান উপদেষ্টার সাথে খালেদা জিয়ার মতবিনিময় দেশের সকল ক্ষমতার মালিক হবেন জনগণ: ড. মুহাম্মদ ইউনূস রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন দালালের ফাইলে আগে সই করেন রাজশাহী পাসপোর্ট অফিসের ডিডি
তানোরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি স্বপন সম্পাদক প্রদীপ

তানোরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি স্বপন সম্পাদক প্রদীপ

তানোর প্রতিনিধি: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজশাহীর তানোরে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কলমা ইউপির সাবেক চেয়ারম্যান ইউপি সভাপতি মাইনুল ইসলাম স্বপন সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছেন।

শুক্রবার সকালের দিকে পৌর সদর গোল্লাপাড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সকালে সম্মেলন উদ্বোধন করেন জেলা ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাজশাহী সিটি মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটন।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সামাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকিয়ারা, কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সম্পাদক ডাবলু সরকার, কেন্দ্রীয় সদস্য আকতার জাহান, কেন্দ্রীয় সদস্য আব্দুল আওয়াল শামিম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক শিল্পপ্রতি মন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। আরো উপস্থিত ছিলেন, জেলা সহসভাপতি একরামুল হক, শরিফ খান, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহিদুল করিম শিবলী, সদস্য মর্জিনা পারভিন, শহিদুজ্জামান শহিদ, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র ওয়েজ উদ্দিন বিশ্বাস, সম্পাদক আব্দুর রশিদ, কাকনহাট পৌরসভার সাবেক মেয়র ও সভাপতি আব্দুল মজিদ, তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, , গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা আবুল বাসার সুজন, তানোর পৌর মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক, মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান, মুন্ডুমালা পৌর সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক আমির হোসেন আমিন, চান্দুড়িয়া ইউপির চেয়ারম্যান ও সভাপতি মজিবর রহমান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ও সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, কলমা ইউপির ছাত্র লীগের সভাপতি রিয়াদ, সৈনিক লীগের সম্পাদক তানভীর প্রমুখ।

জুম্মার নামাজের আগে প্রথম অধিবেশন শেষ করে কমিটি বিলুপ্ত করেন জেলার ভারপ্রাপ্ত সভাপতি। এর পর সভাপতি পদে আগ্রহী প্রার্থীদের নাম নেওয়া হয়।সভাপতি পদে সংসদ ফারুক চৌধুরী, গোলাম রাব্বানী ও চান্দুড়িয়া ইউপির চেয়ারম্যান মজিবর রহমান এবং মাইনুল ইসলাম স্বপন নাম ও সিবি জমা দেন। সাধারণ সম্পাদক পদে, আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, আব্দুল্লাহ আল মামুন ও লুৎফর হায়দার রশিদ ময়না এবং আতাউর রহমান নাম ও সিবি জমা দেন। তবে ময়না উপজেলা যুবলীগের সভাপতি থাকায় তার প্রার্থীতা বাতিল করেন।

বিকেলে দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জেলার ভারপ্রাপ্ত সভাপতি ও পরিচালনা করেন সম্পাদক। সাতজন প্রার্থী দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দেন। নব নির্বাচিত সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি এএইচ এম খায়রুজ্জামান লিটন। এসময় তানোর উপজেলাসহ আশপাশের উপজেলার হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.