নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ২৩ নং ওয়ার্ডের তরুণ হেবীওয়েট কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান রনি । তিনি টিফিন ক্যারিয়ার প্রতীক বরাদ্দ পেয়েছেন।
২ জুন (শুক্রবার) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ঐদিন ২৩ নং ওয়ার্ডের জনপ্রিয় তরুণ কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান রনি টিফিন ক্যারিয়ার প্রতীক পান।
প্রতীক বরাদ্দ পেয়ে ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান রনি বলেন, আমি টিফিন ক্যারিয়ার প্রতীক বরাদ্দ পেয়েছি। ২৩ নং ওয়ার্ডবাসীর উন্নয়নের প্রতীক এবার টিফিন ক্যারিয়ার । ওয়ার্ডবাসী এবার তরুণ প্রজন্মের আইকনিক কাউন্সিলর চায়। জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌছে দিতে আমি বদ্ধপরিকর। ওয়ার্ডটিকে আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি কাজ করবো। আমি নির্বাচনে শতভাগ জয়ের আশাবাদী।
জনপ্রিয় এই কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান আরও বলেন, আমার ওয়ার্ডের নাগরিক সেবা এখন জনগণের দোরগোড়ায় পৌছাতে পারেনি। জনগণের ভোগান্তি বেড়েছে, কিন্তু সেবার মান বৃদ্ধি পায়নি।
প্রতীক বরাদ্দের সময় ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাসিক নির্বাচনে ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা ১১২ জন। তবে মেয়র (৪ জন) ও মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে (৪৬ জন) লড়াই করছেন।