নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সংঘবদ্ধ প্রতারক চক্র প্রতারণা শুরু করেছে। একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খানের (অবসর) নাম ব্যবহার করে প্রচারণা শুরু করছেন।
আর এসব প্রতারকদের থেকে প্রার্থীদের সতর্ক থাকার জন্য আঞ্চলিক নির্বাচন অফিস থেকে আহ্বান জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন।
তিনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নির্বাচন কমিশনার আহসান হাবিব খানের ছবি মোবাইলের হোয়াটএ্যাপসে ব্যবহার করে বিভিন্ন প্রার্থীর কাছে ফোন দিয়ে তাকে জিতিয়ে দেয়ায় প্রতিশ্রুতি দিচ্ছে একটি প্রতারক চক্র। নির্বাচনে জিতিয়ে দেয়ার আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে।
প্রতারক চক্রটি নির্বাচন কমিশনারের নাম করে প্রার্থীদের ফোন করছেন। ফোনে প্রার্থীদের জিতিয়ে দেয়া হবে এমন আশ্বাস দেয়া হচ্ছে। আর দাবি করা হচ্ছে মোটা অংকের টাকা।
আরো জানানো হয়, ইতোমেধ্য বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীকে এই প্রতারক চক্রটি হোয়াটএপসে ফোন দিয়ে জিতিয়ে দেয়া হবে বলে আর্থিক লেনদেন করছেন। পরে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এসেছে। এই প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্যও প্রার্থীদের আহ্বান জানানো হয়েছে।