সুজানগর প্রতিনিধিঃ কৃষির আধুনিক প্রযুক্তি কৃষকের হাতের নাগালে সহজে পৌঁছে দেয়ার জন্য এবং অ্যাপস্ ব্যবহার করে বিনামূল্যে কৃষি প্রযুক্তি গ্রহণ করে অধিক ফসল উৎপাদনে কৃষকদের আগ্রহী করে তুলতে পাবনার সুজানগরে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নের আওতায় বারি মোবাইল অ্যাপস্ “কৃষি প্রযুক্তি ভান্ডার” শীর্ষক বিষয়ে একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
কৃষি পরিসংখ্যান এবং আইসিটি বিভাগ, বিএআরআই, গাজীপুরের অর্থায়নে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার সুজানগর কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার প্রশিক্ষক সাইফুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার অতিরিক্ত উপ পরিচালক(শস্য) রোকনুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহে আলম।
প্রশিক্ষণে অ্যাপস্ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা নূর মোহাম্মদ ও মোহাম্মদ রাসেল। প্রশিক্ষণে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, কৃষক-কৃষাণী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।