নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) উপজেলা পরিষদ হলরুমে ভূমি সংস্কার বোর্ড এর সহযোগিতায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে দিনব্যাপি ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার ভৌতিক। পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কল্যান চৌধুরী।
পবা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সবুজ হাসান, তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত।
বক্তারা বলেন, উপজেলা ভূমি কর্মকর্তাগণ ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন। জনগণ ভূমি অফিসে সরাসরি উপস্থিত না হয়ে সেবা প্রত্যাশীরা অনলাইনে জমির নামখারিজ, নামজারি, বিভিন্ন ফি জমা, রশিদ উত্তোলনসহ জমি সংক্রান্ত সকল সেবা মোবাইল অপশনের মাধ্যমে সম্পন্ন করতে পারছেন। ফলে তারা দীর্ঘদিনের মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকে মুক্তি পেয়েছেন।বর্তমান সরকার উন্নত বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ প্রতিষ্ঠা এবং স্মার্ট বাংলাদেশ রোডম্যাপে ৪টি পিলার স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নেন্স অন্তর্ভুক্ত করে পরিকল্পনা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ভূমি সেবাকে মানুষের কাছে আরও সহজলভ্য করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় বেশকিছু কার্যক্রম গ্রহণ করেছে, যার মধ্যে ডিজিটাল ভূমিসেবা অন্যতম।
তারা আরো বলেন, বর্তমানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল কাজে গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া চালু হয়েছে ই-মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় সিস্টেম, ডিজিটাল রেকর্ড রুম, ডাকযোগে খতিয়ান ও পর্চা প্রাপ্তি, ডিজিটাল সার্ভেয়িং এবং ম্যাপিং, অনলাইন জলমহাল ইজারা, ল্যান্ড জোনিং, অনলাইন শুনানি সিস্টেম, হটলাইন সেবা (১৬১২২) ইত্যাদি যার মাধ্যমে ভূমিসেবা পৌঁছে যাচ্ছে সাধারণ জনগণের দোরগোড়ায়।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে পবা উপজেলা, তানোর উপজেলা ও গোদাগাড়ী উপজেলার ভূমি অফিসের কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণ।