নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বাগমারা উপজেলার দক্ষিণ জামালপুর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের হল রুমে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে দক্ষিণ জামালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এনামুল হক মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মুনসুর রহমান, আসাদুজ্জামান দোলা, আলমগীর হোসেন, শরিফুল ইসলাম, অভিভাবক শফিকুল ইসলাম, শহিদুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ।সমাবেশে অভিভাবকদের নিয়ে বাল্যবিবাহ রোধ, ইফটিজিং, মাদক ও ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে আলোচনা করা হয়।বাল্যবিবাহ ও ডেঙ্গু নিয়ে অভিভাবকদের সচেতন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, বাল্যবিবাহের কারণে আমাদের সমাজের ছেলে মেয়েরা অকালে ঝরে পড়ছে। এছাড়াও তাদের পারিবারিক বিভিন্ন কলহের সৃষ্টি হচ্ছে। এজন্য উপযুক্ত বয়স না হলে বিবাহ করানো যাবে না ছেলে মেয়েদের। আর বর্তমানে ডেঙ্গুর উৎপাত বেড়েছে। এজন্য আমাদের চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও অহেতুক পানি জমে থাকতে দেখলে তা ফেলে দিতে হবে বা নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।