November 17, 2025, 7:09 am

মোহনপুরের কৃতি সন্তান বেলাল পেলেন জাতীয় মৎস্য পদক

মোহনপুরের কৃতি সন্তান বেলাল পেলেন জাতীয় মৎস্য পদক

আনছার আলী, রাজশাহী

প্রতি বছরের ন্যায় এবছর জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ (২৩-২৯ জুলাই) দেশব্যাপী বিভাগ জেলা ও উপজেলায় পালিত হচ্ছে। এ উপলক্ষে রোববার সকালে (২৪ জুলাই) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয়ভাবে শুভ উদ্বোধন ঘোষণা করতে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গনভবন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুক্ত ছিলেন।

এবারে ব্যক্তি পর্যায়ে মৎস্য সম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও সম্প্রসারনে উল্লেখযোগ্য অবদানের জন্য জাতীয় মৎস্য পদক ২০২২ পেলেন নরসিংদী জেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন। তিনি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার তশোপাড়া গ্রামের আব্দুর রহমান ও জাহেদা বিবির তৃতীয় সন্তান। তার এ সাফল্যে মোহনপুর বাসি খুব খুশি হয়েছেন।

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বেলাল হোসেন তার সম্মানী পদক ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত থেকে কৃষি মন্ত্রাণালয়ের মন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি এর হাত থেকে গ্রহণ করেন। এসময় প্রাণিসম্পদ মন্ত্রাণালয়ের সচিব ড. মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রাণালয়ের মন্ত্রী শ.ম. রেজাউল করিম এমপিসহ বিভিন্ন সংস্থা প্রধান, মৎস্য সেক্টরের বিভিন্ন পর্যায়ের স্টোকহোল্ডার, মৎস্য বিভাগের কর্মকর্তা ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.