November 29, 2024, 1:45 am

দুর্গাপুরে মাদক ব্যবসায়ীর হামলায় পুলিশ আহত, গ্রেপ্তার ১

দুর্গাপুরে মাদক ব্যবসায়ীর হামলায় পুলিশ আহত, গ্রেপ্তার ১

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় পুলিশের উপরে হামলার ঘটনা ঘটেছে। এতে থানা পুলিশের এক এসআই আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।

অপরদিকে ৫০ গ্রাম হেরোইন সহ শীর্ষ মাদক কারবারি গোলাম রাব্বানীকে (৫০) গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের শেষে গ্রেপ্তারকৃত গোলাম রাব্বানীকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত গোলাম রাব্বানী উপজেলার পারিলা নাপিত পাড়া গ্রামের মৃত সোহরাফ আলী ওরফে কার্তিকের ছেলে। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ওই গ্রামের জনৈক মাবুদ আলীর পান বরজের কাছে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, মাদক বিরোধী অভিযানের সময় উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা নাপিত পাড়া গ্রামের জনৈক মাবুদ আলীর পান বরজের কাছে মাদক বেচাকেনার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও গোলাম রাব্বানীকে ধরে ফেলে পুলিশ। এ সময় পুলিশের উপরে হামলা চালিয়ে পালানোর চেষ্টা করে গোলাম রাব্বানী।  এতে দুর্গাপুর থানার এসআই সনাতন চক্রবর্তী আহত হোন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, মাদক বিরোধী অভিযানের সময় চিহ্নিত মাদক কারবারি গোলাম রাব্বানীকে ৫০ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, গোলাম রাব্বানীর নামে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৪টি মামলা রয়েছে। অভিযান পরিচালনার সময় মাদক কারবারির হাসুয়ার আঘাতে থানার এসআই সনাতন আহত হয়েছে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসা সহ তাঁর ডান হাতের আঙ্গুলে সেলাই দেয়া হয়েছে। পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.