ঝালকাঠির ছত্রকান্দায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এতে অনেকে আহত হয়েছে।
শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে তিন জন শিশু, ছয় জন পুরুষ ও আট জন নারী রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাশার স্মৃতি যাত্রীবাহী পরিবহণের একটি বাস পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের কাছে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।
তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।