সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার, ১৫ আগস্ট, এ উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করেছে। এ সকল কর্মসূচীর মধ্যে ছিল, জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ, কালোব্যাচ ধারণ ও আলোচনা সভা। এদিন সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়েছে। সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরের স্বাধীনতা স্মৃতি স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ-৬, শাহজাদপুর আসনের এম পি প্রফেসর মেরিনা জাহান কবিতা। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান উপজেলা প্রশাসন আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, ভাইস-চেয়ারম্যান লিয়াকত আলী, মহিলা ভাইস-চেয়ারম্যান এলিজা খান, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম মৃধা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ।
আলোচনা সভা শেষে “আমার চোখে বঙ্গবন্ধু” বিষয়ে প্রতিযোগিতায় ক, খ ও গ গ্রুপের ৯ জন প্রতিযোগি বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।