মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহী মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার বিকালে কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে গ্রেনেট হামলার প্রতিবাদ ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল ও মানব ভোজ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেশরহাট পৌরসভার আওয়ামী লীগের সভাপতি সাহেদুজ্জামান মুক্তা।
সঞ্চালনে ছিলেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাস্টার। প্রধান অতিথি ছিলেন পবা-মোহনপুর -৩, আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,আব্দুস সালাম,সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, কেশর হাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, জেলা সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান,কেশরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুস্তম আলী প্রাং, নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ, কেশরহাট পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুবাইয়েত হোসেন উজ্জ্বল, বিশিষ্ট ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান মুস্তাক, উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক এ্যাড,শাহিন শাহ, পৌর যুব লীগের আহবায়ক আতিকুর রহমান আতিক, আরও উপস্হিত ছিলেন মহিলা আওয়ামীলীগের সভাপতি ডলি আক্তার,ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মুরশেদ আলী খান,সেচ্ছাসেবক লীগের সভাপতি ইসরাফিল হোসেন সরকার রনি, সাধারণ সম্পাদক হুমায়ন কবীর, সাংগঠনিক সম্পাদক বিপুল রায়হান সহ ইউনিয়ন ওর্য়াডের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।