November 29, 2024, 10:46 pm

News Headline :
দেশিয় অস্ত্র জব্দ, আটক ৪ কিশোরগ্যাং সদস্য

দেশিয় অস্ত্র জব্দ, আটক ৪ কিশোরগ্যাং সদস্য

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৪ কিশেরগ্যাং সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। ছিনতাই, চাঁদাবাজি ও মোবাইল চুরির অভিযোগে শুক্রবার দিবাগত রাতে নবাবগঞ্জ পৌর এলাকার বড় ইন্দারা মোড়  হতে তাদের আটক করা হয়।

আটক কিশোররা হলো- পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের মসজিদ পাড়ার মহিদুল ইসলাম ও শিউলি বেগমের ছেলে কিশোরগ্যাং এর মূলহোতা মারুফ ইসলাম (১৯), জামাল ও আয়েশা বেগমের ছেলে মনির (২২), বুলবুল আলী ও শিল্পী বেগমের ছেলে সোয়েব আক্তার (১৯) এবং সেন্টু মিয়া ও সখির ছেলে আব্দুল মজিদ (১৯)।

এ বিষয়ে শনিবার দুপুরে র‌্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাত সোয়া ১২ টায় শনিবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সামনের স্মৃতি প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় প্লাস্টিকের হাতল যুক্ত ৩টি ক্ষুর, ৫০ গ্রাম গাঁজা এবং ৩ টি মোবাইল ফোনসহ কিশোরগ্যাং এর মূলহোতা মারুফ, মনির, সোয়েব ও মজিদকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা প্রায় রাতে ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে শো-ডাউন দেয়ার কথা স্বীকার করে। এছাড়াও তাদের নামে একাধিক মামলা রয়েছে এবং তাদেরকে নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের মাধ্যমে সোপর্দ করা হয়েছে বলে জানান অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.