November 29, 2024, 10:39 pm

News Headline :
বাঘায় জমি নিয়ে গ্রাম্য সালিশে সংঘর্ষে আহত ১৫

বাঘায় জমি নিয়ে গ্রাম্য সালিশে সংঘর্ষে আহত ১৫

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় জমি নিয়ে গ্রাম্য সালিশে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৬ আগষ্ট) সকাল ১১টায় উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামে মকসেদ আলী প্রামানিক ও মুনসুর রহমানের মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্ব সমাধানের জন্য বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামের ৯ নম্বর ওয়ার্ড মেম্বর আবদুর রহমান, সাবেক মেম্বর মোহাম্মদ আলী, গ্রাম প্রধান মসলেম উদ্দিন, ছলেমান মহরী, শহিদুল ইসলামসহ পীরগাছা গ্রামে উভয় পক্ষকে নিয়ে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। এ সালিশে উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উভয়ে ধারালো হাঁসুয়া, ফালা, বাঁশের লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এই সংঘর্ষে মকসেদ আলী প্রামানিকসহ তার পক্ষে আহত হয়েছেন বজলুর রহমান, একরাম হোসেন, গোলাম রসুল।
অপর দিকে মুনসুর রহমানের পক্ষে আহত হয়েছেন রুজদার আলী, আবদুর রাজ্জাক, ফাতেমা বেগম, আফরোজা বেগম পঁচি, রাসেল আলী, বাপ্পি হোসেন, পারুল বেগম। তাদের উভয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফালা ও হাঁসুয়ার আঘাতে গুরুতর আহত বজলুর রহমান, একরাম হোসেন, মকসেদ আলী, রুজদার হোসেন ও আফরোজা বেগম পঁচিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া মুনসুর রহমান, সাগর আলী, সেরফান আলী, ইমাদুল হককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় মেম্বর আবদুর রহমান বলেন, মকসেদ আলী ও মুসসুর রহমানের মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়ে ঝামেলা চলছিল। এর আগে চারবার গ্রাম্য সালিশ করে কোন সমাধান হয়নি। ৫ বারের মতো এই সালিশে বসে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়ের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পীরগাছা গ্রামের গ্রাম্য প্রধান মসলেম উদ্দিন বলেন, এই সালিশে বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসার কথা ছিল। তার জন্য আমরা অপেক্ষা করছিলাম। চেয়ারম্যান আসার আগেই তাদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে ঘটনাস্থল থেকে সরে আসতে বাধ্য হয়েছি।
বাঘা থানার তদন্ত ওসি সবুজ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.