November 29, 2024, 10:50 pm

News Headline :
শিবগঞ্জে সুবিধাভোগীদের সেবাসহজীকরণ মতবিনিময় সভা

শিবগঞ্জে সুবিধাভোগীদের সেবাসহজীকরণ মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের সেবাসহজীকরণ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং ব্যাংক এশিয়া লিমিটেডের সহযোগিতায় উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, মনাকষা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররম ও দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলোমগীর রেজা প্রমূখ।এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষধ চেয়ারম্যান, ইউপি সচিব, সদস্য, উদ্যোক্তা ও ব্যাংক এশিয়ার কর্মকর্তরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপজেলার বয়স্ক ভাতা ৩১ হাজার ৩৭৫ জন, বিধবা ভাতা ৪ হাজার ৪৯৪ জন, প্রতিবদ্ধী ভাতা ১৪ হাজার ৭ জন, অনগ্রসর ভাতা ৩৯৪ জন, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ভাতা ২০২ জন, অনগ্রসর শিক্ষা উপবৃত্তি ভাতা ৪৫ জন ও হরিজন সম্প্রদায়-বেদে ভাতা ৫ জন ব্যক্তি সুবিধাভোগ করছেন। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের ভাতা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় মাতৃত্বকালীর সুবিধাভোগী ভাতা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.