আন্তর্জাতিক ডেস্ক
ভারতে মিগ-২১ নামে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুজন পাইলট নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজস্থানের বারমার জেলায় এ ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রশিক্ষণের সময় মাঝআকাশে বিমানটি ভেঙে পড়ে। বারমারের ভিমদা গ্রামের প্রায় অর্ধেক কিলোমিটার এলাকা জুড়ে পড়ে রয়েছে বিমানটির ধ্বংসাবশেষ।
সংবাদ সংস্থা পিটিআইকে এই খবর দিয়েছেন বারমারের জেলা প্রশাসক লোক বান্দু।
যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানতে তাৎক্ষণিক তদন্ত শুরু হয়েছে। বিমান বিধ্বস্তের খবর পেয়েই ঘটনাস্থলে গেছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিমান বাহিনীর কর্মকর্তারা।