November 30, 2024, 11:40 am

News Headline :
রাজশাহীতে সিটি কর্পোরেশন প্রশিক্ষণ কোর্স পারস্পরিক শিখন কর্মসূচি অনুষ্ঠিত

রাজশাহীতে সিটি কর্পোরেশন প্রশিক্ষণ কোর্স পারস্পরিক শিখন কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজনে রাজশাহীতে খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দের অংশগ্রহণে সিটি কর্পোরেশন প্রশিক্ষণ কোর্স পারস্পরিক শিখন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দিন। সভায় রাজশাহী ও খুলনা সিটি কর্পোরেশনের উন্নয়ন ও সেবা কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কোর্স পরিচালনায় সার্বিক দায়িত্বে ছিলেন এনআইএলজি‘র যুগ্ম পরিচালক মোঃ শফিকুল ইসলাম।
খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আমিনুল ইসলাম মুন্না বলেন, রাজশাহীর পরিস্কার-পরিচছন্ন পরিবেশ ও রাসিকের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করে ভূয়শী প্রশংসা করেন।
সভায় স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, আরও বক্তব্য দেন প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার।
মঞ্চে উপবিস্ট ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, রাসিকের বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান। প্রশিক্ষণ কোর্সে রাজশাহী মহানগরীর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও অর্জন সম্পর্কিত সকল তথ্যাদি পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়।
সভাপতির বক্তব্যে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে নগরীতে ব্যাপক উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী মহানগরীর উন্নয়নে প্রায় তিন  হাজার কোটি টাকা ব্যয়ে বৃহৎ প্রকল্প অনুমোদন দিয়েছেন। পরিচ্ছন্ন, সবুজ, ফুলের নগরী, স্বাস্থ্যসেবা, বায়ুদুষণ মুক্ত নগরী, আম, সিল্কের নগরী হিসেবে রাজশাহী দেশে-বিদেশে পরিচিত লাভ করেছে। নগরীর মনোরম পরিবেশ উপভোগ করতে এ নগরীতে পর্যটকদের ভিড় প্রতিদিনই বাড়ছে। স্মার্ট নগরী রূপে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দকে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। সিটি কর্পোরেশন সম্পর্কিত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের ৪১ জন কাউন্সিলরবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনে আসেন। প্রতিনিধি দলটি সোমবার নগরীর বিভিন্ন নাগরিক সেবাসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন।
অনুষ্ঠানে রাসিকের ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, নবনিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল-ইসলাম, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, জনসংযোগ কর্মকতা মোস্তাফিজ মিশু, সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক তারিকুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, কিউরেটর আনারুল হক, প্রধান কর নির্ধারক মঞ্জুরুল হক, জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন সহ বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.