November 30, 2024, 4:53 pm

News Headline :
রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় বিকাশের সুপারভাইজার নিহত রাজশাহীর কেন্দ্রীয় চিড়িয়াখানায় মোটরসাইকেল পার্কিং ১০০ টাকা রাজশাহীতে ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ নগরীর ১৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ফেসবুকে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি করায় রাজশাহীতে এক কিশোর গ্রেফতার হাসনাত আব্দুল্লাহ ও সারজিস এর প্রাইভেট কারে ট্রাকের ধাক্কা পুঠিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীতে চাকুরি পুনর্বহালের দাবিতে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন প্রতিহিংসার রাজনীতি নয়, দলীয় ঐক্য গড়ুন: আরিফ-শাকিল
পবায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

পবায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পবা উপজেলায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এর আগে শিক্ষার্থীদের খেলাধুলায় মনোযোগী করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে খেলাধুলার সামগ্রী ও সামাজিক বনায়ন কর্মসুচীর অংশ হিসেবে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়।

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এডিপির অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এর সভাপতিত্বে বিতরণ ও বৃক্ষরোপন ও বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: ইয়াসিন আলী।বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মুকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: সুব্রত কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল।

উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, নওহাটা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ তৈয়ব আলী, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, স্কাউট প্রতিনিধি গোলাম মর্তুজা বাদশা।

উল্লেখ্য এসময় উপজেলা পরিষদ এডিপির অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকার ২২জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে একটি করে হুইল চেয়ার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা সামগ্রী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়। এসব সামগ্রীর জন্য ৬ লাখ টাকা ব্যয় করা হয়।এছাড়াও এদিন উপজেলা সমাজসেবা কার্যালয়ের অর্থায়নে সাতজন ভিক্ষুকের মাঝে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়। এরমধ্যে একজনকে একটি গরু ও ছয়জনকে ছয়টি দোকান ও মালামাল হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.