January 18, 2026, 7:49 am

News Headline :
মোহনপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন তদন্তে সব স্পষ্ট, তবু ফাইলবন্দি শাস্তি—পুঠিয়ায় বিচারহীনতার ভয়াবহ নজির! গোদাগাড়ীতে মিথ্যা মামলা হামলার প্রতিবাদে মানববন্ধন রাজশাহীতে দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমিতির মতবিনিময় সভা লালমনিরহাটে সীমান্ত ব্যাংক ও ১৫ বিজিবি’র শীত বস্ত্র বিতরন তদন্তের নির্দেশ উপেক্ষিত, বহাল তবিয়তে কর্মকর্তা: তালবাহানার উত্তর রাজশাহীতে ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে উধাও যুবদল নেতা বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে কাগজে সরকারি টাকা চুরি! শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী গ্রেপ্তারের প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পবায় দলিল লেখক সমিতির দোয়া মাহফিল
নেতৃত্বের গায়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি, হল দখলের দাগ থাকা যাবে না : ইনান

নেতৃত্বের গায়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি, হল দখলের দাগ থাকা যাবে না : ইনান

রাবি প্রতিনিধি: নেতৃত্বের গায়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি, হল দখলের কোনো দাগ থাকা যাবে না বলে মন্তব্য করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চতুর্থ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্মেলনে রুয়েট ছাত্রলীগকে উদ্দেশ্য করে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, পদ্মা পাড়ের এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের পদ্মা নদীর পানির মতো স্বচ্ছ হতে হবে৷ এখানকার নেতৃত্বের গায়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও হল দখলের কোনো দাগ থাকা যাবে না। এছাড়া কেউ সংগঠন, গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী এবং ক্যাম্পাসের পরিবেশ বিনষ্ট হয়, এমন কোনো কার্যকলাপে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানভেদে ছাত্ররাজনীতির পার্থক্য থাকা প্রয়োজন৷ পাবলিক, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির একটা পার্থক্য থাকা উচিত। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিলেবাস, ক্যারিয়ার ও তাদের সার্বিক প্রয়োজনের জায়গা থেকে বাংলাদেশের ছাত্ররাজনীতি ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের এ নেতা আরও বলেন, ছাত্রলীগের শক্তিকে বিকেন্দ্রীকরণ নয়, এই শক্তিকে ছড়িয়ে দেয়ার জন্য সম্মেলনের আয়োজন করা হয়৷ তবে ক্ষমতার পলিসি নয়, জ্ঞানের চর্চা করাই হচ্ছে ছাত্রলীগের মূল উদ্দেশ্য।

এর আগে প্রায় ৭ বছর পর আজ রুয়েট ছাত্রলীগের চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনটি উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বেলুন-ফেস্টুন এবং পায়রা উড়িয়ে সম্মেলনস্থলে প্রবেশ করেন অতিথিরা৷ পরে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে রুয়েট ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়৷

এসময় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ছাত্রলীগের নেতৃত্ব অছাত্র ও অনৈতিক কাজে জড়িতদের হাতে না দেওয়া হয়৷ যারা যোগ্য, সৎ ও স্বচ্ছ ছাত্রনেতা তারাই যেন নেতৃত্বে আসে। সেজন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে রুয়েট ছাত্রলীগ সভাপতি ইশফাক ইয়াসশির ইপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহাফুজুর রহমান তপুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ডা: আনিকা ফারিহা জামান অর্ণা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.